প্রতিষ্ঠানের ইতিহাস

প্রাগপুর একটি অতিপুরাতন ঘনবসতিপূর্ণ ভারতের নদীয়া জেলার শিকার পুরের সন্নিকটের একটি গ্রাম। এই গ্রামের শিক্ষা-দীক্ষার প্রায় সব রকম কার্যক্রম শিকার পুরের উপর নির্ভরশীল ছিল। কিন্তু দেশ বিভাগের পর এই গ্রামটি শিকারপুর হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমতাবস্থায় প্রাথমিক শিক্ষঅর জন্য যদিও একটি মক্তব প্রাইমারী বিদ্যালয় ছিল কিন্তু মাধ্যমিক শিক্ষার জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে কে.সি.ভি.এন মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হত। যোগাযোগ ব্যবস্থা ছিল খুব শোচনীয়। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার প্রতি শিক্ষিত অভিভাবকদের আগ্রহ এবং ক্রমান্বয়ে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার ফলে এলাকার সুযোগ্য সন্তান প্রফেসর মুহাম্মদ মাহাতাব উদ্দীন সরকার একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব ১.২২ একর জমিতে ১৯৬৯ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়’। যা শিক্ষাবোর্ড কর্তৃক প্রথম অনুমোদন পায় ১৯৭০ সালে। এই বিদ্যালয়টি প্রাগপুর গ্রামের মাঝখানে, কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়ক সংলগ্ন অবস্থিত।

অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা হতে অধ্যাবদি অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।